শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ বছরে আইপিএলের প্রাইজমানি বেড়েছে পাঁচ গুণের বেশি, এবার পাচ্ছে কত

আইপিএলের প্রথম সংস্করণ শুরু হয় ২০০৮ সালে। তখন চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪.৮ কোটি রুপি, রানার্সআপ দলের ২.৪ কোটি রুপি। সময় গড়িয়ে সেই আইপিএলের এখন ১৮তম সংস্করণ চলছে। আর প্রাইজমানির অঙ্কও বেড়েছে ধীরে ধীরে।

আহমেদাবাদে এবারের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ফাইনালে জয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি হিসেবে পাবে ২০ কোটি রুপি। রানার্সআপ দল পাবে ১৩ কোটি রুপি।

এবার আইপিএলে মোট প্রাইজমানি ৪৭ কোটি রুপির কিছু বেশি। শীর্ষ চার দল ও ব্যক্তিগত পুরস্কারের খাতে এই অর্থ পুরস্কার দেওয়া হবে। যে দুটি দল প্লে–অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর থেকে বাদ পড়েছে, তারাও মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে।

এ ছাড়া সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, মৌসুমের সেরা উঠতি খেলোয়াড়, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মৌসুমের সুপার স্ট্রাইকার, মৌসুমের ফ্যান্টাসি খেলোয়াড় এবং সর্বোচ্চ ছক্কা মারা খেলোয়াড়ও পাবেন অর্থ পুরস্কার।

একনজরে আইপিএলের প্রাইজমানি
২০০৮-২০০৯: এ দুটি মৌসুমে আইপিএলে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪.৮ কোটি রুপি। রানার্সআপ দল পেয়েছে ২.৪ কোটি রুপি।

২০১০-২০১৩: এ কয়েকটি মৌসুমে প্রাইজমানির অংখ উল্লেখযোগ্য হারে বেড়েছে। চ্যাম্পিয়ন দল পেয়েছে ১০ কোটি রুপি এবং রানার্সআপ দল পেয়েছে ৫ কোটি রুপি।

২০১৪-২০১৫: বিসিসিআই প্রাইজমানির অঙ্ক আরও বাড়ায় এ কয়েক মৌসুমে।চ্যাম্পিয়ন দল পেয়েছে ১৫ কোটি রুপি ও রানার্সআপ দল পেয়েছে ১০ কোটি রুপি।

২০১৬: এ বছর চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১ কোটি রুপি বাড়িয়ে ১৬ কোটি রুপিতে উন্নীত করে বিসিসিআই। রানার্সআপ দলের প্রাইজমানি বাড়ানো হয়নি। ১০ কোটি রুপিই থেকে যায়।

২০১৭: চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১ কোটি রুপি কমিয়ে ১৫ কোটি রুপিতে ফিরিয়ে আনা হয়। রানার্সআপ দল পেয়েছে ১০ কোটি রুপি।

২০১৮-১৯: চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২০ কোটি রুপিতে উন্নীত করা হয়। রানার্সআপ দলের প্রাইজমানিও আগেরবারের তুলনায় আড়াই কোটি রুপি বাড়িয়ে ১২.৫ কোটি রুপি করা হয়।

২০২০: করোনা মহামারির কারণে অর্থনৈতিকভাবে বাজে অবস্থায় পতিত হয় আইপিএল। এতে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কমিয়ে ১০ কোটি রুপিতে নামিয়ে আনা হয়। রানার্সআপ দল পায় ৬.২৫ কোটি রুপি।

২০২১: চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি আবারও ২০ কোটি রুপিতে উন্নীত করা হয়। রানার্সআপ দল পায় ১২.২ কোটি রুপি

২০২২-২০২৪: চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২০ কোটি রুপি ও রানার্সআপ দল পেয়েছে ১৩ কোটি রুপি। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়