শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে আইপিএল ফাইনাল, খেলা পন্ড হলে শিরোপা জিতবে কোন দল?

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৩ জুন) আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় আহমেদাবাদে শুরু হবে ম্যাচটি। যে দলই জিতুক নতুন চ্যাম্পিয়ন দেখবে বিশ্ব। কিন্তু আইপিএলের ফাইনালে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। --- ডেই‌লি ক্রিকেট 

প্রথমে ফাইনাল আয়োজনের জন্য ঠিক করা হয়েছিলো কলকাতার ইডেন গার্ডেন্সকে। কিন্তু বর্ষার শুরুর আগাম বার্তা মাথায় রেখে ভেন্যু পরিবর্তন করে নেয়া হয় আহমেদাবাদে। যদিও ভাগ্যের পরিহাস—বৃষ্টির হানায় এখানেও অনিশ্চয়তা দেখা দিয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ‘আকুওয়েদার’ অনুযায়ী, ফাইনালের দিন দুপুরে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশের বেশি। তবে সন্ধায় আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। রাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা থাকলেও ম্যাচ বাতিলের শঙ্কা খুব একটা নেই।

তবে ভক্তদের জন্য সুখবর, ম্যাচ মাঠে গড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে আইপিএল কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে যদি ম্যাচ শুরুতে বিলম্ব হয়, তাহলে ১২০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় রাখা হয়েছে শেষ ম্যাচ পরিচালনার জন্য।

কোনো কারণে যদি ৩ জুন ম্যাচ মাঠে না গড়ায়, তাহলে রিজার্ভ ডে তে হবে ফাইনাল। সেদিন অবশ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু কোনো কারণে যদি বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ায় তাহলে প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল জিতবে শিরোপা। সেক্ষেত্রে কপাল পুড়বে বিরাট কোহলিদের। কারণ প্রথম কোয়ালিফায়ারে তারা শ্রেয়াস আইয়ারের পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠলেও পয়েন্ট তালিকায় ছিল দুই নম্বরে। তখন শিরোপা ঘরে তুলবে পাঞ্জাব।
এখন দেখার পালা, ফাইনালে বেরসিক বৃষ্টি হানা দেয় কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়