শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আজ আই‌পিএল ফাইনাল, সালমান খানের সেই খোঁচার জবাব দিতে পারবে প্রীতি জিনতার দল পাঞ্জাব?

স্পোর্টস ডেস্ক : বছরের ঘুরে বছর আসে আইপিএলে শিরোপা জেতা হয় না পাঞ্জাব কিংসের। তবে সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে আছে এবার বলিউড তারকা প্রীতি জিনতার দলটা।

৩ জুন ফাইনালে পাঞ্জাব মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্রীতির দল যদি শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে তবে বলিউডের আরেক তারকা সালমান খানকে জবাব দিতে পারবে।

২০১৪ সালে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বলিউডের কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের কাছে হারে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাব। নাম পাল্টিয়ে যা এখন পাঞ্জাব কিংস। -- ডেই‌লি ক্রিকেট

সেদিন কলকাতার কাছে ম্যাচ হারের পরই বলিউডের আরেক খান সালমান খান টুইটারে পোস্ট করেন। যেখানে তিনি লিখেন 'জিনতার দল কি জিতেছে?'

ওই আসর তো বটেই এরপর এতো বছর কেটে গেলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি প্রীতি জিনতার। এবার সামনে দারুণ সুযোগ, শুধু প্রয়োজন ফাইনালে কোহলিদের হাসি কেড়ে নেওয়া পারফর্ম করা।

আর তেমনটা করতে পারলেই সালমানের খোঁচার জবাব দিতে পারবেন প্রীতি জিনতা। যিনি দলটার প্রাণ বলা যায়। দিনের পর দিন ব্যর্থ হওয়ার পরও দূরে সরে যাননি। বরং প্রবল মায়ায় প্রতিবারই নতুন উৎসাহ আর উদ্দীপনায় নেমে পড়েছেন দল গুছানোর কাজে।

তবে প্রতিবারই তাকে ফিরতে হয়েছে হতাশ হয়ে। ২০১৪ সালে প্রথম কোয়ালিফায়ার হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে কলকাতার বিপক্ষেই খেলেছিলো ফাইনাল। তবে শিরোপাটা অধরাই থেকে যায়।

এরপর আর ফাইনাল খেলার স্বাদ পায়নি পাঞ্জাব কিংস। এবার শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ফাইনালে পা রেখেছে ১১ বছর পর। পুরো আসরে যেভাবে খেলেছে তাতে শিরোপার অন্যতম দাবিদার বলতেই হয়।

দিন শেষে বিরাট কোহলির ব্যাঙ্গালুরুকে হারিয়ে ট্রফিটা উঁচিয়ে ধরুক পাঞ্জাব কিংস, সঙ্গী হোক প্রীতি জিনতা, জবাব দিক সালমান খানকে। এমনটা নিশ্চিতভাবেই চান পাঞ্জাব সমর্থকরা। নিবেদিত প্রাণ হিসেবে একটা শিরোপা যে প্রীতি পেতেই পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়