শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১৮ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সফরে তারা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিক সূচিটি তৈরি করে ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে বলে সংবাদ প্রকাশ করছে দেশটির গণমাধ্যম।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ নয়। বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনার সময় এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল। সেখানে তারা ৩১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর দুই দল একটি ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে।

এদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার চলমান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। প্রথম দুই ম্যাচের মতো এটিও অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তিন ম্যাচের এই সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে জিতে গেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়