শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হার্ট অ্যাটাকের পর তা‌মিম ইকবাল প্রথমবার ব্যাট হাতে

স্পোর্টস ডেস্ক : ক্রিজে দাঁড়িয়ে একের পর এক বল বাউন্ডারিতে পাঠাচ্ছেন তামিম ইকবাল। দেখে মুগ্ধ হবেন সমর্থকরা। দুই মাসের বেশি সময় পর তামিমের হাতে ব্যাট। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে তামিম লিখলেন, ‘আলহামদুলিল্লাহ’।

সৃষ্টিকর্তার প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করাটা স্বাভাবিক। মৃত্যুর দুয়ার থেকে যে ফিরে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। -- ডেই‌লি ক্রিকেট

চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা আর সৃষ্টিকর্তার কৃপায় পেয়েছেন নতুন জীবন।

সেই ঘটনার পর এই প্রথম ব্যাট হাতে বোলারকে মোকাবিলা করলেন তামিম। সিরিয়াস কোনো খেলা নয়, তা ভিডিওতেই স্পষ্ট। তবে যেভাবে ২২ গজে দাঁড়িয়ে সীমানার বাইরে পাঠাচ্ছিলেন, তাতে আনন্দিত হতেই পারেন তাঁর সমর্থকরা।
আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলে দেওয়া তামিম আবার ঘরোয়া ক্রিকেটে ফিরবেন কি না, সেটা সময়ই বলে দেবে। হার্ট অ্যাটাকের পর সব ধরনের ক্রিকেটে ফেরা নিয়েই জেগেছিল শঙ্কা।

যদিও ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছিলেন, দ্রুতই মাঠে ফিরবেন। কিন্তু সেটা কবে নাগাদ, তা অবশ্য বলা মুশকিল।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইতোমধ্যে ব্যবসার দিকেও নজর দিচ্ছেন। নিজের স্পনসর প্রতিষ্ঠান সিএ স্পোর্টসের অফিসিয়াল কার্যক্রম বাংলাদেশেও শুরু করেছেন।

এমন পরিস্থিতির মধ্যেই তামিমকে দেখা গেল ব্যাট হাতে। ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমার শারীরিক অসুস্থতার পর প্রথমবার পিচে। আলহামদুলিল্লাহ।

তামিমের ব্যাট হাতে ফেরাটা স্বস্তির—তাঁর নিজের জন্য, আর আনন্দের তাঁর সমর্থকদের জন্য। সবাই অপেক্ষায়, ঘরোয়া ক্রিকেটে হলেও আবারও ২২ গজে দেখবেন এই বাঁহাতিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়