শিরোনাম
◈ বাংলাদেশে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় ভারত, প্রধান উপদেষ্টার অভিযোগ 'দায় এড়ানোর কৌশল' বলছে দিল্লি ◈ দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন, নিজের দলের ক্ষতি করছেন : তাসনিম জারা ◈ গণমাধ্যম নয়, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি: সিইসি নাসির উদ্দিন ◈ আমার পাওয়ার দরকার নাই পাওয়ার আমার পিছে ঘোরে: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ◈ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র দেখতে পাবো : খালেদা জিয়া (ভিডিও) ◈ কা‌রো কথায় পদত্যাগ করার প্রশ্নই ও‌ঠে না : বি‌সি‌বি সভাপ‌তি ◈ ক্রিকেটার হাসান আলীর মা ছিনতাইকারীর কবলে, কেড়ে নিলো ২ লাখ ৩০ হাজার রুপি ◈ ঋণনির্ভর বাজেটে ভারসাম্য রক্ষার তাগিদ অর্থনীতিবিদদের ◈ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পুলিশের ১৯ পরামর্শ ◈ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশি অ্যাসাইলাম প্রত্যাশীদের জন্য দুসংবাদ

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আরব আমিরাতের কাছে হারের কার‌ণে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জেগে উঠবে বাংলাদেশ:  ‌কোচ ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক : আন্তর্জা‌তিক ক্রিকে‌টে অনেক পিছিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে যাওয়ায় সমালোচনায় পড়েছে বাংলাদেশ দল। তবে পাকিস্তান সফরে এই হারই নাকি ইতিবাচকভাবে কাজে লাগবে। এমনটা বিশ্বাস করেন খোদ প্রধান কোচ ফিল সিমন্স।

আমিরাত ধাক্কার পর বাংলাদেশ এখন আছে পাকিস্তান সফরে। আগামীকাল (বুধবার) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই ম্যাচের আগে দলের হয়ে কথা বলেছেন কোচ সিমন্স। আমিরাত বিপর্যয় প্রসঙ্গে কোচ তেতে উঠার কথা বলেন,  'সংযুক্ত আরব আমিরাতে কাছে সিরিজ হারটা ছিল কঠিন। তবে কখনও কখনও এসবও দলকে জাগিয়ে দেয়। আশা করি, এটা (আমিরাতের কাছে হার) দলকে চাঙা করে তুলবে। আমাদের মনোবল দুর্দান্ত।'

সিমন্স জানান আমিরাতের কাছে হারলেও লিটন দাসরা মানসিকভাবে ফুরফুরে মেজাজে আছেন। কাজেই পাকিস্তানকে হারানোর সুযোগও দেখছেন তিনি,  'মনোবল দারুণ, খুব ভালো মানসিকতায় আছে ওরা। আমি মনে করি, এই সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সময়টাও ভালো যাচ্ছে না। তবে সেসব হিসেব না করে নিজেদের সেরাটা খেলতে চান সিমন্স,  'লোকে বলছে, পাকিস্তান খুব ভালো ফর্মে নেই। তবে ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে কী হয়। আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জয়ের। পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না, জানি না। তবে আমাদের সেরাটা খেলার সময় অবশ্যই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়