স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে সাকিব-মিরাজের পর এবার দলটিতে যোগ দিলেন রিশাদ হোসেনও। আসরের এলিমিনেটর ম্যাচে লাহোর মাঠে নামবে করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচেই একসাথে দেখা যেতে পারে এই বাংলাদেশি ত্রয়ীকে।
বৃহস্পতিবার (২২ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
লাহোরে বিদেশি ক্রিকেটোরের ছিল সঙ্কট। এরই মাঝে ৬ মাস পর সেই লাহোরের ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। যদিও ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার।
সাকিবের পর ডাক আসে বাংলাদেশের টি-২০ দল থেকে বাদ পরা মেহেদী হাসান মিরাজের। সবশেষ বুধবার রাতে টাইগারদের হয়ে ম্যাচ খেলার পর পাকিস্তানে উড়ে যান রিশাদ হোসেন। এর আগে, গ্রুপ পর্বে এই লেগ স্পিনার লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলে নিয়েছিলেন ৯ উইকেট।
আজকের ম্যাচে ডেভিড ওয়ার্নারদের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে তিন বাংলাদেশিকেই।