স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাঁচ ম্যাচ থেকে কমে সিরিজটি এখন তিন ম্যাচের।
নিরাপত্তা ইস্যুতে আগের মতো আলাদা আলাদা ভেন্যু নয়, এক ভেন্যুতেই শেষ হবে সিরিজ। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পূর্ব নির্ধারিত পাঁচ ম্যাচ সিরিজটিতে পরিবর্তন আসে।
নতুন সূচি অনুসারে ২৮, ৩০ মে ও ১ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটাররাই দাবি করেছেন ম্যাচ কমানোর। সে প্রেক্ষিতে দুই দেশের বোর্ড সমঝোতা করেছে।
নতুন সূচির সিরিজটি খেলতে বাংলাদেশ দল লাহোরের যাবে ২৫ মে। দুই দিনের অনুশীলন শেষে ২৮ মে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।