স্পোর্টস ডেস্ক : আগে থেকেই গুঞ্জন ছিল পাকিস্তান সিরিজে ম্যাচ কমাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণটা সবারই জানা, নিরাপত্তা নিয়ে টাইগারদের শঙ্কা।
যার কারণে তিন টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিল বিসিবি। সেই প্রস্তাবে রাজি হয়েছে পিসিবি। সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি দুই বোর্ড। -- ডেইলি ক্রিকেট
এর আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। একই কারণে বন্ধ হয়ে গিয়েছিল পিএসএল। তবে আবারও মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি এ লিগ।
যার প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজে। টাইগাররা পাকিস্তান সফর করবে কি না সেটা নিয়েও ছিল শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে বিসিবি।