স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর্জেন্টাইন তারকা বলেন, “আমি কিছুই জানি না।
অ্যাপল টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মেসি, যখন তার দল অরল্যান্ডো সিটির বিপক্ষে ফ্লোরিডা ডার্বিতে ৩-০ গোলের বড় পরাজয় বরণ করে। এই হারের পরই সংবাদমাধ্যমে মেসির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় নতুন জল্পনা।
মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হবে, তবে চুক্তি নবায়ন নিয়ে তার নিরুত্তর অবস্থান আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র—দুই জায়গাতেই আলোচনার জন্ম দিয়েছে।