স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফেরার কথা ছিল। তবে পাকিস্তান সফরের কথা মাথায় রেখে আরব আমিরাতে আরও একটি টি-টোয়েন্টি বাড়াতে চেয়েছে বিসিবি। সাড়া দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২১ মে হবে নতুন করে যুক্ত হওয়া ম্যাচটি।
আজ (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। এর ফলে সরাসরি দেশে না ফিরে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিতে পারে লিটন দাসের দল।
নতুন সূচিতে ২৭ মে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তাই ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে দেশে না ফিরে সেখানেই থাকতে চেয়েছে বাংলাদেশ। যে কারণে সিরিজে বাড়ানো হলো ম্যাচও।
বাংলাদেশ থেকে সরাসরি কোন ফ্লাইট নেই পাকিস্তানের। দেশে ফিরলেও দুবাই হয়ে তবে উড়াল দিতে হবে পাকিস্তানে যাওয়ার জন্য। আর এসব পরিস্থিতি আমলে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাড়তি আরও একটি টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ।
এই ম্যাচের ভেন্যু ও সময় একই থাকছে। ২১ মে বাংলাদেশ সময় রাত ৯ ট্যা বাকি দুই ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিও মাঠে গড়াবে শারজায়।