নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ডাক পেয়েছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি।
ইতোমধ্যে এনওসি পেয়ে গেছেন মিরাজ। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২২-২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছেন মিরাজ।
এর আগে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি মিরাজ। অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে, লাহোরের হয়ে পিএসএলে খেলবেন টাইগার অলরাউন্ডার। যে দলটিতে বর্তমানে খেলছেন সাকিব আল হাসান। অবশ্য এই দলে সিজনের শুরুতে খেলেছেন রিশাদ হোসেন।
গতকাল লাহোরের হয়ে অভিষেক হয়েছে সাকিবের। কিন্তু শুরুটা তার ভালো হয়নি। ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের পর বোলিংয়ে ২ ওভারে দিয়েছেন ১৮ রান। যদিও তার দল জিতে নিশ্চিত করেছে প্লে অফ।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সেই দলে নেই মিরাজ। টাইগার অলরাউন্ডারের সামনে এখন একখন্ড অবসর। তাই পিএসএলে খেলতে মিরাজের কোনো বাধা নেই।