স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএলে দল পেলেন। টুর্নামেন্টের বাকি অংশ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন টাইগার এ পেসার। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি।
গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। দলটির হয়ে ধারাবাহিকভাবে ভালো করেছিলেন কাটার মাস্টারখ্যাত ফিজ। একটা সময় ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। কিন্তু নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই।
আইপিএলের মেগা নিলামে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। ২ কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন ফিজ।
তবে সেই অপেক্ষার অবসান হলো। অবশেষে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দেখা যাবে আইপিএলে। ২০২৩ আইপিএলে দিল্লির হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু খুব একটা ভালো করতে পারেননি বাঁহাতি এ পেসার। তবে আবারও পুরনো ঠিকানায় ফিরলেন মুস্তাফিজ।
এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছেন মুস্তাফিজ।