শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। ২৭ মে থেকে ৫ জুন হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। বিসিবি সফরের ব্যাপারে ইতিবাচক, এখন অপেক্ষায় সরকারের সিদ্ধান্তের। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।

ভারত-পাকিস্তানের ক্রিকেটে যুদ্ধবিরতির স্বস্তি। তবে ক্ষণিকের যুদ্ধের রেশ কাটাতে পারেনি পাকিস্তান-বাংলাদেশ সিরিজ। ২৫ মে পিএসএল ফাইনাল, যেদিন শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সিরিজ।

বাধ্য হয়েই তাই পেছাতে হচ্ছে। পরিবর্তিত সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে পিসিবি। দু’দিন পিছিয়ে ২৭ মে ফয়সালাবাদে প্রথম টি টোয়েন্টি। ২৯ মে আর পহেলা জুন পরের দু’ম্যাচও হবে একই ভেন্যুতে। আগের সূচিতে ফয়সালাবাদে ছিল দু’ম্যাচ। ৩ ও ৫ জুন চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি হওয়ার কথা লাহোরে।

পরিবর্তিত সূচিতে পাকিস্তান সফরে যেতে ইতিবাচক বিসিবি। তবে অপেক্ষা সরকারের সবুজ সংকেতের। বাংলাদেশ দলের যেকোন সফরের আগেই সরকারের অনুমতির প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় ইতিবাচ কিছুই ঘটতে চলেছে

বাংলাদেশ দলের সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। পিএসএল নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সেও উঠেছিল এ প্রসঙ্গ। সেখানকার পরিস্থিতি তুলে ধরেছেন সিনিয়র এ ক্রীড়া সাংবাদিক।

পাকিস্তানের সিনিয়র ক্রীড়া সাংবাদিক সানা উল্লাহ বলেন, পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক। পিএসএলও মাঠে ফিরছে। সবাই পাকিস্তান-বাংলাদেশ সিরিজের অপেক্ষায়। বাংলাদেশের কাছে মনে হবে খেলাটা মিরপুরে। পাকিস্তানের মানুষ তাদের স্বাগত জানাতে প্রস্তুত।

দু’য়েকদিনের মধ্যেই সরকারের অনুমতি মিলতে পারে। যদিও তার আগেই আরব আমিরাতে থাকবে বাংলাদেশ দল। সব চূড়ান্ত হলে ২২/২৩ মে'র দিকে দুবাই থেকে পাকিস্তানে উড়াল দেবে টাইগাররা। তথ‌্যসূত্র: চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়