নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন অবশেষে দেশে ফিরলেন। দুই ক্রিকেটারের সাথে একই বিমানে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ থেকে পিএসএল কাভার করতে যাওয়া বিডিক্রিকটাইমের মাহরুশ প্রত্যয় ও ক্রিকফ্রেঞ্জির তাশফিক পলক।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বন্ধ হয়ে গেছে পিএসএল। সংযুক্ত আরব আমিরাতে বাকি অংশ হওয়ার কথা থাকলেও সেই চিন্তা থেকে সরে এসেছে পিসিবি।
পিএসএল বন্ধ হওয়ার পর বিপাকে পড়ে বিদেশি ক্রিকেটাররা। যাদের মধ্যে ছিলেন রিশাদ ও নাহিদ। তবে গতকাল বিশেষ বিমানে করে বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে পৌঁছে দেয় পাকিস্তান।
এরপর দুবাই থেকে দেশে ফিরেছেন নাহিদ ও রিশাদ। আজ বিকালে ঢাকায় পৌঁছান তারা। সাথে ছিলেন দুই বাংলাদেশি সাংবাদিক।
এবারের পিএসএলে মোটামুটি ভালো করেছেন রিশাদ। লাহোর কালান্দার্সের হয়ে বোলিংয়ে দেখিয়েছেন ঝলক। তবে মাঠে নামার সুযোগ হয়নি নাহিদের। তার আগেই ফিরতে হলো দেশে।