নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার মাটিতে দারুণ পাফরম করেছে বাংলাদেশের যুবারা, সিরিজও জিতেছে তারা, স্বাগতিকদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার দুপুর ১২টায় ঢাকায় অবতরণ করে তাদের বহনকারী বিমান।
দেশে ফেরার পর আজিজুল হাকিম তামিমের দলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ ওয়ানডে বৃষ্টির কারণে ভেসে গেছে। ৩-২ ব্যবধানে এগিয়ে থাকায় ট্রফি উঠেছে টাইগার যুবাদের হাতে।
পুরো সিরিজে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম দুর্দান্ত খেলেছেন। দেশে ফেরার পর আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করার প্রত্যয় জানিয়েছেন তারা। সেই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের রহস্যও জানিয়েছেন তরুণ দুই ক্রিকেটার।