শিরোনাম
◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ

স্পোর্টস ডেস্ক ; নিজ দে‌শের মা‌টি‌তে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে গত ২৭ এপ্রিল পা‌কিস্তান সুপার লিগ ( ‌পিএসএল ) খেল‌তে পেশাওয়ার জালমি শিবিরে যোগ দিয়েছেন নাহিদ রানা। কিন্তু প্রথমবার বিদেশি লিগে খেলতে গিয়ে এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি তিনি। এ সময়ের মধ্যে পেশাওয়ার জালমি তিনটি ম্যাচ খেললেও একটিতেও একাদশে জায়গা হয়নি বাংলাদেশের এই ফাস্ট বোলারের। 

 নাহিদের না খেলার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইংলিশ পেসার লুক উডের দুর্দান্ত ফর্ম। বিষয়টি স্বীকার করেছেন পেশাওয়ার জালমির স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। দেশের এক গণমাধ্যমে মুশতাক বলেন, 'আমার মনে হয় লুক উড একটা বড় কারণ নাহিদের না খেলার পেছনে। আপনি চাইবেন না যে ভালো খেলছে, তাকে বসিয়ে দিতে।

তবে নাহিদকে নিয়ে হতাশার কিছু দেখছেন না মুশতাক আহমেদ, বরং নাহিদের সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী এই পাক কিংবদন্তি। তার ভাষ্যে, 'নাহিদ রানা খুবই ভালো একজন বোলার। আমি বাংলাদেশেও তার সঙ্গে কাজ করেছি। তার মনোভাব ও টিম স্পিরিট অসাধারণ। আমি নিশ্চিত, সুযোগ পেলে সে সেরাটা দেবে।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন এক বছর আগে। বাংলাদেশের জার্সিতে সবমিলিয়ে খেলেছেন মাত্র ১০ ম্যাচ, তবে এখনই তারকাখ্যাতি পেতে শুরু করেছেন নাহিদ রানা। বল হাতে গতির ঝড় তুলে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন তরুণ এই পেসার। লাল-সবুজের জার্সিতে দ্যুতি ছড়িয়ে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। 

নাহিদের বোলিংয়ে মুগ্ধতার কথা জানিয়ে মুশতাক আহমেদ আরও যোগ করেন, 'নাহিদ আন্তর্জাতিক মানের ম্যাচ উইনার। তার গতি, মনোভাব এবং শেখার আগ্রহ অসাধারণ। সে খুবই স্মার্ট একজন বোলার, দ্রুত শিখতে পারে। আমার বিশ্বাস, শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম পেলেই সে নিজেকে প্রমাণ করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়