স্পোর্টস ডেস্ক: লড়াই হয়েছে সমানে সমান, তবে ভাগ্যের দরজাটা খুলে গেলো পিএসজির, সমানতালের এই লড়াইয়ে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে আর্সেনাল, কিন্তু পিএসজি সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। এদিনের থেলায় আর্সেনালের উপর পাল্টা আঘাত হানল পিএসজি। ফলে প্রথমার্ধেই গোল পেয়ে যায় পিএসজি, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়লো আরও। সুযোগ হারানোর মিছিলে শেষ দিকে একটি গোল ফিরিয়ে দিতে পারলেও, লড়াইয়ে ফিরতে পারল না মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্নে ফাইনালে উঠল পিএসজি।
বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে ২-১ ব্যবধানে জিতে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিল লুইস এনরিকের দল। গত সপ্তাহে তারা আর্সেনালের মাঠে জিতেছিল ১-০ গোলে।
প্রথম লেগের মতো এদিনও পিএসজি গোল পেয়ে যায় প্রথমার্ধে, ফাবিয়ান রুইসের নৈপুণ্যে। পরে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। অনেক সুযোগ নষ্টের আগে-পরে আর্সেনালের একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।
পুরো ম্যাচে বল দখলে একটু এগিয়ে থাকা আর্সেনাল গোলের জন্য মোট শট নেয় ১৯টি, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। আর পিএসজি ১১টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল পিএসজি। প্রথমবার ফাইনালে উঠেছিল ২০২০ সালে, সেবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের। অধরা সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামী ৩১ মে মিউনিখে মাঠে নামবে পিএসজি।