শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংরেজিতে অদক্ষতা নিয়ে কটাক্ষ, কড়া জবাব রিজওয়ানের!

ম্যাচের আগে কিংবা পরে, অধিনায়ককে সবসময়ই কথা বলতে হয়। আন্তর্জাতিক মাধ্যম হিসেবে এক্ষেত্রে ইংরেজিকেই বেছে নেন সবাই। তবে মাতৃভাষার বাইরে ভাষা যদি এটি হয়, সেক্ষেত্রে সবার দক্ষতা সমান থাকে না। এই যেমন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ইংরেজি শুদ্ধভাবে বলতে না পারায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম হাস্যরস হয়নি। এর কড়া জবাবও অবশ্য মিলেছে রিজওয়ানের তরফ থেকে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিজওয়ান বলেছেন, ‘আমি পড়াশোনা শেষ করতে পারিনি, এই বিষয়টি নিয়ে আমার অনুশোচনা আছে, এই কারণে আমি ইংরেজি পারি না। কিন্তু আমি এজন্য লজ্জিত নই যে পাকিস্তানের অধিনায়ক হিসেবে আমি ইংরেজি পারি না।’

কড়া প্রতিক্রিয়ায় পাকিস্তান অধিনায়ক আরও বলেন, ‘আমার কাছে (আপনাদের) চাওয়া হলো ক্রিকেট খেলা, ইংরেজি বলা নয়। পাকিস্তান যদি ইংরেজি চাইত, আমি অধ্যাপক হতাম, শিক্ষা নিতাম এবং দিতাম। কিন্তু পাকিস্তান আমার কাছে ক্রিকেট চেয়েছে, ইংরেজি নয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি; পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অসহায় আত্মসমর্পণ করে। এর মাঝে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতে এলেও ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে ও নিউজিল্যান্ড সফরে গিয়ে হেরেছে বাজেভাবে। দলের এমন সময়ে সবার কাছে সাহায্য চাইলেন রিজওয়ান। 

পাকিস্তান অধিনায়কের ভাষ্য, ‘দলের সমালোচনা করা ঠিক আছে, কিন্তু আমাদের উন্নতির জন্য পরামর্শও দিন। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির সময় ওয়াসিম আকরাম আমাদের পরামর্শ দিয়েছেন। আমি তার সঙ্গে আরও কথা বলছে চেয়েছি, কিন্তু সময় খুব বেশি ছিল না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়