শিরোনাম
◈ আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১ মিনিট নিরবতা, সবার বাহুতে থাকবে কালো ব্যাজ ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে এ দাবি সঠিক নয় ◈ মাইল‌স্টোন ক‌লেজ ক‌্যাম্পা‌সে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের ◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বারপ্রা‌ন্তে  চেলসি

‌স্পোর্টস ডেস্ক ; ইং‌লিশ লি‌গে খুব একটা পারফর‌মেন্স দেখা‌তে না পার‌লেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে চেল‌সি। টুর্নামেন্টে শিরোপার ফেভারিট দল হিসেবে সেমিফাইনালে এক পা দিয়েছে স্ট্যামফোর্ডের দলটি।
 বৃহস্পতিবার (১০ এপ্রিল) রা‌তে ওয়ারশে কনফারেন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে ৩-০ উড়িয়ে দিয়েছে চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ক্লাবের হয়ে প্রথম গোল করে লিড এনে দেন অ্যাকাডেমিতে বেড়ে ওঠা ১৯ বছর বয়সী ফরোয়ার্ড টাইরিক জর্জ। এরপর ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোলের দেখা পান ননি মাদুয়েকে।

এই জয়ে প্রতিযোগিতায় শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রেখেছে চেলসি। গ্রুপ পর্বে দাপটের পর রাউন্ড অব সিক্সটিনে ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনকে হারায় এনজো মারেস্কার শিষ্যরা। এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও তারা দেখিয়ে দিলো, আগামী ২৮ মে ট্রফির লড়াইয়ে তাদেরকে কেন ফেভারিট মনে করা হচ্ছে।

ম্যাচে আবারও হতাশ করেছেন কোল পালমার। কোনও ছাপ রাখতে না পারায় হাফটাইমে তাকে তুলে নেওয়া হয়। দ্বিতীয়ার্ধে মাদুয়েকেকে নামাতেই চেলসির খেলাতে উন্নতির ছাপ স্পষ্ট। ম্যাচশেষে তরুণ জর্জ বলেছেন, ‘আমি গোল করতে পেরে সত্যিই খুশি। অনেক আনন্দ লাগছে। কয়েকটি ম্যাচ খেললাম, আমার প্রথম গোল করে ভালো লাগছে।’

শেষ আটের আরেক ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস ২-০ গোলে হারিয়েছে আরেক পোলিশ ক্লাব জাগিলোনিয়া বিয়ালিস্টককে। সুইডিশ ক্লাব জুরগার্ডেনসকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়ান ক্লাব র‍্যাপিড ওয়েনকে। আর ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা ২-১ গোলে হারিয়েছে স্লোভিনিয়ার ক্লাব এনকে সেলজেকে। আগামী ১৭ এপ্রিল রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে সব দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়