শিরোনাম
◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-০ গো‌লে হা‌রি‌য়ে সেমিফাইনা‌লের প‌থে বা‌র্সেলোনা

স্পোর্টস ডেস্ক ; এক‌পেশের ম‌্যা‌চে জোড়া গোল করলেন রবের্ট লেভানডফস্কি। আ‌রো দু‌টি কর‌লেন রাফিনিয়া ও লামিনে ইয়ামালও। আর এতেই বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে প্রায় এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। অন্যদিকে এমিলিয়ানো মার্তিনেসের অ্যাস্টন ভিলাকে হারিয়ে শেষ চারের পথে এগিয়ে গেছে পিএসজি।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা।

একপেশে ম্যাচে ২৫তম মিনিটে গোল উৎসবের শুরুটা করেন রাফিনিয়া। তবে এক্ষেত্রে বড় অবদান পাউ কুবার্সির। স্প্যানিশ এই ডিফেন্ডারের শট জালের দিকেই যাচ্ছিল। কিন্তু সহজাত প্রতিক্রিয়ায় এগুতে থাকা রাফিনিয়ার পা স্পর্শ করে বল জালে জড়ায়। চলতি আসরে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের এটি ১২তম গোল। ৩৪তম মিনিটে আরেকটি সুযোগ পেলেও ঠিক মতো শট নিতে না পারায় বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে নিজের প্রথম গোল করেন লেভানডফস্কি। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড থেকে হেড দিয়ে বল জালে চড়ান এই পোলিশ স্ট্রাইকার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি আসরে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের গোল সংখ্যা এখন ১১টি।

পাল্টা আক্রমণে ৭৭তম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল থেকে দলের ব্যবধান আরও বাড়ান ইয়ামাল। সেমি-ফাইনাল নিশ্চিত করতে আগামী মঙ্গলবার ডর্টমুন্ডের মাঠে ফিরতি লেগে মাঠে নামবে বার্সেলোনা। হন তিনি।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে নিজের প্রথম গোল করেন লেভানডফস্কি। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড থেকে হেড দিয়ে বল জালে চড়ান এই পোলিশ স্ট্রাইকার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি আসরে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের গোল সংখ্যা এখন ১১টি।

পাল্টা আক্রমণে ৭৭তম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল থেকে দলের ব্যবধান আরও বাড়ান ইয়ামাল। সেমি-ফাইনাল নিশ্চিত করতে আগামী মঙ্গলবার ডর্টমুন্ডের মাঠে ফিরতি লেগে মাঠে নামবে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়