শিরোনাম
◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‘রিয়ালে রোনালদোর কৃতিত্বকে স্পর্শ করতে পারবে এমবাপ্পে’

ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহ্যের সমান কিছু করে দেখানোর সম্ভাবনা কিলিয়ান এমবাপ্পের মধ্যে রয়েছে বলে জানিয়েছে কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালের হয়ে অভিষেক বছরেই এক মৌসুমে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড ইতোমধ্যেই স্পর্শ করে ফেলেছেন ফরাসি তারকা এমবাপ্পে।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লেগানেসের বিরুদ্ধে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে এমবাপ্পে জোড়া গোল করেন। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ গোলের কৃতিত্ব গড়েছেন তিনি। রোনালদো ২০০৯-১০ মৌসুমে মাদ্রিদের জার্সিতে প্রথম বছরেই ৩৩ গোল করেছিলেন। এরপর রোনালদো রিয়ালের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ডধারী হয়ে আছেন। মাদ্রিদের জার্সিতে জয় করেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপাসহ মোট ১৬টি ট্রফি। 

এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘ভিন্ন খেলোয়াড়দের মধ্যে তুলনা করাটা কঠিন। তবে আশা করতে পারি রিয়ালে রোনালদোর কৃতিত্বকে স্পর্শ করতে পারবে এমবাপ্পে। আমি মনে করি তার মধ্যে সেই সম্ভাবনা আছে। আর সেটা যদি হয় তবে রোনালদোর মতই একদিন এমবাপ্পেও রিয়ালের কিংবদন্তি খেলোয়াড় হিসেবে পরিচিত হবে।’

এ পর্যন্ত ২৭ লা লিগা ম্যাচে ২২ গোল করেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে করেছেন সাতটি ও কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কোপা, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে করেছেন একটি করে গোল। প্রথম লা লিগা মৌসুমে রোনালদো করেছিলেন ২৬ গোল। কিন্তু দ্বিতীয় মৌসুমেই সেটা বেড়ে দাঁড়িয়েছিল ৪০। ২০১৪-১৫ মৌসুমে করেছিলেন সর্বোচ্চ ৪৮ গোল। সূত্র: বাসস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়