শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০৪:৪১ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডে ফিরে মাঠে নেমেই আলো ছড়ালেন হামজা চৌধুরী

মাত্রই বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে ড্রয়ের ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। সে পাট আপাতত চুকিয়ে তিনি ফিরে গেছেন ইংল্যান্ডে।

সেখানেও ফর্মটা ধরে রেখেছেন, আলো ছড়িয়েছেন প্রায় পুরো ম্যাচে।  হামজার এমন পারফর্ম্যান্সের সুফল তার দল শেফিল্ড ইউনাইটেডও পেয়েছে। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে তার দল হারিয়েছে ৩-১ গোলে। 

ম্যাচটা অন্যরকম একটা অনুভূতিও দিয়ে গেছে তাকে। এর আগ পর্যন্ত ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে তিনি পা রেখেছেন, তবে তখন পরিচয়টা ছিল ভিন্ন।  আজকের ম্যাচটা আলাদা, কারণ এবার তার নামের পাশে যোগ হয়ে গেছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ তকমাটা। 

হামজা আজ শুরু থেকেই খেলেছেন শেফিল্ডের হয়ে। ৮৮ মিনিটে তাকে তুলে নিয়েছেন কোচ ক্রিস ওয়াইল্ডার। মাঝে দুটো ম্যাচে বাংলাদেশের এই মিডফিল্ডারকে কোচ খেলিয়েছিলেন রাইটব্যাক হিসেবে। তবে আজ কভেন্ট্রির বিপক্ষে তাকে কোচ খেলান তার সহজাত ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকায়। সে দায়িত্বটা তিনি ভালোভাবেই পালন করেছেন। 

দায়িত্বটা যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডারের ছিল, তাই তার রক্ষণাত্মক অবদানটাই দেখা যাক। পুরো ম্যাচে তিনি পাস ইন্টারসেপ্ট করেছেন ৪টি, শটও ব্লক করেছেন একটি। দুটো ট্যাকলের একটা সফল ছিল। পাস খেলেছেন ৩১টি, যার ৮০ শতাংশ ছিল নিখুঁত। তিনটি লং বলের দুটো ছিল নির্ভুল। ভাগ্যে থাকলে গোলও পেতে পারতেন, তার অন টার্গেট শট ছিল একটা। ম্যাচের ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে তার নেওয়া শটটা দারুণভাবে ঠেকান কভেন্ট্রি গোলরক্ষক।

তার দল যে একটা গোল হজম করেছে, সেটা তার উঠে যাওয়ার পর। ম্যাচে কেমন প্রভাবটা রাখছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার, তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়