শিরোনাম
◈ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা ◈ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পে‌লেন রাবাদা, আই‌পিএ‌লে ফির‌তে পার‌বেন ◈ ৪ মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া ◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার!

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিকালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত - নিউজিল্যান্ড মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : ভারত ও নিউজিল্যান্ড দুই দলই আজ রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দুবাইয়ে ফাইনাল খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। চলমান এই আসরে ভারত এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। 

অপরদিকে নিউজিল্যান্ড একটিমাত্র ম্যাচ হেরেছে, সেটি আবার ভারতের বিপক্ষেই গ্রুপ পর্বে। তাই টুর্নামেন্টের সেরা দুই দলের মধ্যেই হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে নিউজিল্যান্ডকে সমীহ করেই মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর বিশ্বাস, ফাইনালে পাশার দান উলটে দেয়া সম্ভব নিউজিল্যান্ডের পক্ষে। তার মতে, ভারত ফাইনালে ফেবারিট হলেও নিউজিল্যান্ডের চমক দেখানোর ক্ষমতা আছে।  আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, যদি এমন একটি দল থাকে যারা ভারতকে হারাতে পারে, তবে তা নিউজিল্যান্ড। ভারত ফেবারিট হিসেবে শুরু করবে, তবে খুব সামান্য ব্যবধানে। 

ফাইনালের সেরা খেলোয়াড় হবেন কে, এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী বেছে নিতে চাইলেন কোনো অলরাউন্ডারকে। তিনি বলেন, আমি ম্যাচসেরা হিসেবে একজন অলরাউন্ডার বেছে নেব। আমি বলব, অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজা ভারত থেকে। নিউজিল্যান্ডের দিক থেকে, আমি মনে করি গ্লেন ফিলিপসের কিছু করার আছে। তিনি ফিল্ডিংয়ে দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিতে পারেন, ৪০-৫০ রানের ক্যামিও ইনিংস খেলতে পারেন এবং এক-দুটি উইকেট নিয়ে চমকে দিতে পারেন।

এছাড়া শাস্ত্রী মনে করছেন, ভিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ফাইনালে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের ফর্ম ফাইনালের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেন, যখন কোহলি কিংবা উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন তারা প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়