শিরোনাম
◈ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা ◈ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পে‌লেন রাবাদা, আই‌পিএ‌লে ফির‌তে পার‌বেন ◈ ৪ মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া ◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার!

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শাইনপুকুর হারালো ব্রাদার্স ইউনিয়নের দুই সেঞ্চুরিয়ানের কাছে

স্পোর্টস ডেস্ক : ব্রাদার্স ইউনিয়নের সামনে ২৮৮ রানের লক্ষ্যটা একেবারে কম নয়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে এটা তাড়া করতেই ব্রাদার্স ইউনিয়নের দুজন সেঞ্চুরির দেখা পেলেন। মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে জিতল ব্রাদার্স।

বিকেএসপির ৪ নম্বর মাঠে রান তাড়া করতে নামা ব্রাদার্স ২ রানেই হারায় ইমতিয়াজ হোসেনের উইকেট। শূন্য রানে মাঠ ছাড়েন ব্রাদার্স ওপেনার। এরপর ২৫০ রানের লম্বা জুটি জয় মাহফিজুল ও মিজানুরের মধ্যে। মিজানুর ১২৯ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হন।

স্কোর বোর্ডে আর ১৩ রান যোগ হওয়ার পর বিদায় নেন মাহফিজুল। ১২৭ বলে ১১৪ রান করেন তিনি। ব্রাদার্স দলপতি মাইশুকুর রহমান ১৭, অলক কাপালি ৯ ও জাহিদুজ্জামান ৪ রান করেন। রহিম আহমেদ ২ ও গোলাম কিবরিয়া নে ১টি উইকেট।

রহিম এর আগে ৫ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েন। ৯৫ রান করে রাকিবুল আতিককে উইকেট দেন তিনি। বাকিদের মধ্যে রাফসান রহমান ৪৭, অনিক সরকার ৪০ ও কিবরিয়া ২১ রান করেন। ব্রাদার্সের হয়ে ৫০ রানে ৫ উইকেট নেন আল আমিন হোসেন।

মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের দেওয়া ২১৭ রানের লক্ষ্য ৪৭.৪ ওভারে পেরিয়েছে গাজী। গাজীর অমিত হাসান করেন সর্বোচ্চ ৮৯ রান। অগ্রণীর সাদিকুর রহমানের ব্যাট থেকেও ৮০ রান আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়