শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : নব্বই মিনিটের খেলায় নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে খেলে অনায়াশ জয় পেয়েছে শিরোপা প্রত্যাশি বার্সেলোনা। তারা স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে। এতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এলো কাতালান ক্লাবটি। এছাড়া, লিগে টানা সপ্তম জয়ের দেখা পেলো বার্সা। 

রোববার (২ মার্চ) এ লড়াইয়ে দলের হয়ে গোল করেন জেরার্ড মার্টিন, কাসাদো, আরাউহো ও লেভানদোভস্কি। ম্যাচের ১৭ মিনিটে দানি ওলমোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ ডিফেন্ডার আরিজ এলুস্তোনদো। ১০ জনের দলের ওপর চড়াও হয় বার্সা। ২৫ মিনিটে জেরার্ড মার্টিনের গোলে লিড নেয় কাতালানরা। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে কাতালানরা। ম্যাচের ৫৬ মিনিটে বল জালে জড়ান আরাউহো। তার চার মিনিট বাদে রবার্ট লেভানডোভস্কির গোলে ৪-০ তে এগিয়ে যায় বার্সা। এরপর আর গোলের দেখা না পেলেও সহজ জয়ে টেবিল টপার হয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

উল্লেখ্য, ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তালিকায় পরের অবস্থানেই অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়