শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমার রিয়াল মাদ্রিদের ‘ব্ল্যাঙ্ক চেক’ প্রস্তাব প্রত্যাখান করে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন

স্পোর্টস ডেস্ক : নেইমার তার নিজ দেশ ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন। এই তারকাকে পেতে অনেক দৌঁড়ঝাপ দিয়েছে স্পেনের অন্যতম ক্লাব দল রিয়াল মাদ্রিদ। তাকে সই করাতে ব্ল্যাঙ্ক চেক অফার করেছিল ইউরোপের ক্লাবটি। নেইমার সেই প্রস্তাব ফিরিয়ে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়।

সম্প্রতি ‘পডপাহ’ নামে পডকাস্টে সাবেক বার্সেলোনা এবং পিএসজি তারকা নেইমার ২০১৩ সালে বার্সেলোনায় সই করার আগে রিয়াল মাদ্রিদের প্রস্তাব কীভাবে প্রত্যাখ্যান করেছিলেন তা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

কালেরকণ্ঠ অনলাইন জানায়, সে সময় রিয়াল মাদ্রিদের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেন, ‘রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রস্তাব ছিল ব্ল্যাঙ্ক চেক (সই করা চেক, অর্থের অঙ্ক নিজের মতো বসিয়ে নেওয়া যায়) দিয়ে। তারা আমাকে বলেছিল, আমি যা চাই তাই পেতে পারি...। কিন্তু আমি মন থেকে বার্সেলোনায় যেতে চাইছিলাম।

নেইমার স্বীকার করেন যে, তিনি যদি রিয়াল মাদ্রিদে সই করতেন, তবে তিনি বার্সেলোনায় যা পেতেন তার তিন গুণ বেশি অর্থ উপার্জন করতে পারতেন। তবে তার মন ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার দিকে। সেখানে লিওনেল মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘রিয়াল মাদ্রিদে আমি তিনগুণ বেশি অর্থ উপার্জন করতাম।

ফ্লোরেন্তিনো (রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ) আমাকে পছন্দ করতেন। আমার পছন্দ ছিল বার্সেলোনা। সেখানে রোনালদিনহো (বার্সেলোনায়) খেলেছেন এবং আমি (লিওনেল) মেসির সঙ্গে খেলতে চেয়েছিলাম।

নেইমার পরে বার্সেলোনায় চার বছর কাটিয়েছেন এবং লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে একটি দুর্দান্ত আক্রমণাত্মক ত্রয়ী গড়ে তুলেছিলেন। একই পডকাস্টে নেইমার বললেন, তাকে বায়ার্ন মিউনিখে নিতে চেয়েছিলেন পেপ গুয়ার্দিওলাও।

এজন্য তার বাড়িতে পর্যন্ত হাজির হয়েছিলেন এই স্প্যানিশ কোচ। তাকে পেতে গার্দিওলা কতটা মরিয়া ছিলেন, সেটিও তুলে ধরলেন ৩৩ বছর বয়সী নেইমার। ‘পেপ গুয়ার্দিওলার কারণে আমি প্রায় বায়ার্নে যোগ দিয়েই ফেলছিলাম...। পুসকাস অ্যাওয়ার্ড জয়ের পর আমার বাবা রাত ২টায় আমাকে ফোন করলেন। আমি ফোন ধরলাম এবং তিনি আমাকে দরজা খুলতে বললেন... আমি অন্তর্বাস পরে ছিলাম। আমার বাবার সঙ্গে ছিলেন পেপ গার্দিওলা ও অনুবাদক! পেপ আমাকে বললেন : আমি তোমাকে দলে নিতে চাই এবং আমি (আগামীতে) যেই ক্লাবেই যাই না কেন, তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়