শিরোনাম
◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ◈ মূল্যস্ফীতি কমছে: গভর্নর

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার 

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-৩ গোলে স্বাগতিকদের কাছে হেরেছে।
বাংলাদেশ আরব আমিরাত সফর করছে সিনিয়র ফুটবলার ছাড়াই। সাবিনা,কৃষ্ণা সহ ১৮ ফুটবলার বৃটিশ কোচ পিটার বাটলারকে বর্জন করছেন। বাফুফে বাটলারকেই কোচ রাখায় সিনিয়র ফুটবলার অনুশীলনে যোগ দেননি। তাই কোচ বাধ্য হয়ে অনভিজ্ঞ ফুটবলারদের নিয়েই দুবাই সফর করেন। আজ (২৬ ফেব্রুয়ারি) বেশ কয়েকজন প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে খেলেছেন।  - ঢাকাপোস্ট

বাংলাদেশ জুনিয়র পর্যায়ে আমিরাত নারী দলকে একাধিকবার পরাজিত করেছে। সিনিয়র পর্যায়ে আজই প্রথম মুখোমুখি হয়েছে। স্বাগতিক আমিরাত বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে ফিফা র্যাংকিংয়ে। মাঠের পারফরম্যান্সও আমিরাত এগিয়ে ছিল। ১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় স্বাগতিক দল। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরে আসলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ। ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে আরব আমিরাত। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক   আফিদা একটি গোল পরিশোদ করেন। 

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া। এরপর হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফরকারীদের। চতুর্থ রেফারি পাচ মিনিট ইনজুরি সময় দেন। ঐ সময় আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ হার নিয়ে মাঠ ছাড়ে। 

সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার হয়নি। এজন্য বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যায় না। এই রিপোর্ট লেখা পর্যন্ত, বাফুফে আনুষ্ঠানিকভাবে গোলদাতা ও সময় গণমাধ্যমকে অবহিত করতে পারেনি। গণমাধ্যমকর্মীরা নিজ নিজ উদ্যোগে  বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। খেলা দেখার সুযোগ না হওয়ায় বাটলারের অধীনে 'নতুন' বাংলাদেশ কেমন খেলেছে সেটা বোঝা যায়নি। দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ ২ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়