শিরোনাম
◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত, সেমিফাইনালে উঠতে যে সমীকরণ

বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ম্যাচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বৃষ্টির দাপটে সেটি বাতিল ঘোষণা করা হয়।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। ফলে দুই ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উভয়েই ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নেট রানরেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থানে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্রুপের অন্য দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে। ফলে তাদের পয়েন্ট এখনো শূন্য। আগামীকাল ইংল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি গ্রুপ পর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল এই ম্যাচে হারবে, তারা সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। জয়ী দলকে অবশ্যই তাদের পরবর্তী ম্যাচেও জিততে হবে, যাতে সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকে।

গ্রুপ ‘বি’ এর সেমিফাইনালের সমীকরণ
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সুযোগ
যদি নিজেদের শেষ ম্যাচে এই দুই দল জিতে, তাহলে কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করবে।

পরিত্যক্ত ম্যাচের সম্ভাবনা : শেষ দুটি ম্যাচ যদি বৃষ্টির কারণে আবারও পরিত্যক্ত হয়, তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। কারণ তারা ইতোমধ্যেই ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে।

ইংল্যান্ড ও আফগানিস্তানের সমীকরণ : ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যে দল জয় পাবে, তাদের নিজেদের শেষ ম্যাচেও জিততে হবে এবং আশা করতে হবে যে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার কেউ তাদের শেষ ম্যাচ হারবে। তবেই তারা সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের মুখোমুখি হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ খেলবে ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে।

বর্তমান অবস্থায় সেমিফাইনালের দৌড়ে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে ইংল্যান্ড ও আফগানিস্তান এখনো লড়াইয়ে টিকে আছে, যদিও তাদের জন্য কাজটা কঠিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়