শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফখর জামানের চ্যাম্পিয়নস ট্রফি শেষ, বদলি ইমাম উল হক

স্পোর্টস ডেস্ক : ফখর জামান ছিলেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ ওপেনার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে সাইড স্ট্রেনের চোট পাওয়া বাঁহাতি ওপেনার ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। ফখরের বদলি হিসেবে পাকিস্তান দলে সুযোগ মিলেছে ইমাম উল হকের। আইসিসির অনুমতি পাওয়ায় দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি।

শাহীন শাহ আফ্রিদির প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন উইল ইয়াং। বাউন্ডারি বাঁচাতে দৌড়ে সীমানা পর্যন্ত গিয়েছিলেন ফখর। বল কুড়িয়ে ফেরত পাঠালেও অস্বস্তিবোধ করেন তিনি। পরোক্ষণেই বিজ্ঞাপন বোর্ডের পাশে বসে পড়েন পাকিস্তানের এই ক্রিকেটার। সেই সময়ই বদলি ফিল্ডার নামানোর ইঙ্গিত দেন তিনি।
টিভি ফুটেজে আরও দেখা যায়, কোমরের পেশিতে হাত রেখে কাতরাচ্ছেন এই ওপেনার। এমন সময় দৌড়ে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসা দিলেও তাৎক্ষণিকভাবে ফিল্ডিং করতে নামা হয়নি ফখরের। যদিও একেবারে শেষের দিকে ফিল্ডিংয়ে এসেছিলেন তিনি। যদিও বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে নামা হয়নি তার। 

চার নম্বরে ব্যাটিং করতে এসে প্রত্যাশা মেটাতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। নিজের ব্যাটিংয়ের পুরোটা সময় জুড়ে ভুগেছেন তিনি। অস্বস্তিবোধ করায় বেশ কয়েকবার প্রাথমিক চিকিৎসাও নিতে হয়েছে ফখরকে। এমনকি পেইনকিলার নিয়েও ব্যাটিং করেছেন। তবে ৪১ বল খেলা ফখর ২৪ রানের বেশি করতে পারেননি। অভিজ্ঞ ব্যাটারের ইনজুরিতে আরও বেশি ভুগতে হবে পাকিস্তানকে। 

ফখরের বদলি হিসেবে পাকিস্তান দলে ডাক পড়েছে ইমাম উল হকের। ২০২৩ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তিনি। যদিও জাতীয় দলের হয়ে ৭২ ওয়ানডে খেলা ইমাম উল হকের ওপেনার হিসেবে গড় ৪৮.২৭। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে। 

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজেও কিউদের কাছে দু’বার হেরেছে স্বাগতিকরা। ৮ দলের টুর্নামেন্টে টিকে থাকতে ভারত ও বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবেন মোহাম্মদ রিজওয়ানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়