শিরোনাম
◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও) ◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ ◈ শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ নিজ জেলা চট্টগ্রামে আজ প্রথম সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সুপার লিগে অংশ নেবে বরিশাল

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো রংপুর রাইডার্স। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত হয় এই ম্যাচ। তবে এই টুর্নামেন্টে বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। 

যদিও তারা অপারগতা প্রকাশ করায় রানার্সআপ হওয়া রংপুর রাইডার্স অংশ নেয় টুর্নামেন্টটিতে। শুক্রবার শেষ হয়েছে বিপিএলের একাদশতম আসর। এবারও শিরোপা ঘরে তুলেছে বরিশাল। এবার তারা গ্লোবাল সুপার লিগে খেলার ঘোষণা দিয়েছে।

বরিশাল দলের কর্নধার মিজানুর রহমান বলেছেন, গতবার আমরা গ্লোবাল সুপার লিগে যাইনি, এবার আমরা যাব। গেলবার অনেক কিছুই বুঝে উঠতে পারিনি, এবার চ্যাম্পিয়ন হয়েছি, তাই গ্লোবাল সুপার লিগে আমরা অংশ নেবো।
এরই মধ্যে গ্লোবাল সুপার লিগের আগামী আসরের দিনক্ষণ নিশ্চিত করেছে আয়োজকরা। ডিসেম্বরে নয়। বরং এ বছর জুলাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর। জানা গেছে চলতি বছরের ৮ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।

এদিকে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর দলবল নিয়ে বরিশালে যাচ্ছেন তামিম-শান্তরা। জানা গেছে ৯ ফেব্রুয়ারি তারা বিমান যোগে বরিশালে পৌছাবেন। বেলা ১২টায় তাদের বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপন করতে দেখা যাবে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়