শিরোনাম
◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান ক্রিকেট দলের জন্য নারী ম্যানেজার নিয়োগ!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের জন্য নারী ম্যানেজার নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার দায়িত্ব পালন করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকেই। পুলিশে চাকরি করা এই নারী আগেও পিসিবির সাথে কাজ করেছেন।

হিনা মুনাওয়ার অপারেশন ম্যানেজার হলেও ম্যানেজারের ভূমিকায় আগের মতোই থাকবেন নাভিদ আকরাম চিমা। হিনা পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। যেখানে উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে কাজ করা।

এর আগে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও পিসিবির সাথে কাজ করেছেন হিনা মুনাওয়ার। মূলত দলের নিয়মশৃঙ্খলা, যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থাপনা দেখার দায়িত্বে থাকেন অপারেশন ম্যানেজার। এবার তিনি পুরুষ জাতীয় দলের নিয়োগ পাওয়ায় আগ্রহের কেন্দ্র বিন্দুতে আছেন। পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন অতীতের সুনামের কারণেই তাকে অপারেশন ম্যানেজার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেন, ‘ক্রিকেটার এবং বোর্ডের বোঝাপড়া মসৃণ করার জন্য হিনা মুনাওয়ারকে অপারেশন ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। কৌশলগত নেতৃত্ব স্থানীয় ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন। 

ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে পিসিবি সাপোর্ট স্টাফদের তালিকা প্রকাশ করেছে। যেখানে আপাতত হেড কোচের দায়িত্বে আছেন আকিভ জাভেদই।  যেখানে সহকারী কোচ আজহার মেহমুদ। ব্যাটিং কোচ শহীদ আসলামের সাথে স্পিন বোলিং ও ফিল্ডিং কোচ হিসেবে যথাক্রমে কাজ করবেন আব্দুল রহমান ও মোহাম্মদ মাসরুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়