শিরোনাম
◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের দল ফাইনালে উঠতেই হাজির বড় চমক নিয়ে

ঘণ্টা সাতেক আগে ইনস্টাগ্রামে তাঁর স্টোরি বলছিল, বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে। হাতে টাইগার উডসকে নিয়ে লেখা একটা বই। বোঝাই যাচ্ছিল, বিপিএলের শেষদিকে যোগ দিতে আসছেন। প্রশ্নটা ছিল, কোন দলে খেলবেন?

জিমি নিশামকে ঘিরে প্রশ্নটার উত্তর পাওয়া গেল বিপিএলে আজ কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল আর চট্টগ্রাম কিংসের ম্যাচের পর। চট্টগ্রামকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফাইনালে উঠে গেছে তামিম ইকবালের বরিশাল, এর পরপরই বরিশালের পক্ষ থেকে দেওয়া হলো বড় চমক – নিশাম আসছেন তাঁদের হয়েই খেলতে!

কোয়ালিফায়ারে আজ হেরে গেলেও দ্বিতীয় এলিমিনেটরে খেলার সুযোগ থাকত বরিশালের, তাই নিশাম এলে অন্তত একটা ম্যাচ তো পেতেনই। আজ কোয়ালিফায়ারে তামিমরা জিতে যাওয়ায় নিশ্চিত হলো, নিশাম একটা ম্যাচই খেলতে পারবেন, তবে সেটাই সবচেয়ে বড় ম্যাচ। নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে নিয়েই ফাইনালে নামবে বরিশাল।

বরিশালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল সকালে দলের সঙ্গে যোগ দেবেন নিশাম। তামিমরা আজ জিতে যাওয়ায় নিশ্চিন্ত হয়ে আগামী শুক্রবারের ফাইনালে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। সেখানে তাদের প্রতিপক্ষ কোন দল হবে, সেটি নিশ্চিত হবে আগামী পরশু দ্বিতীয় এলিমিনেটরে। সেখানে চট্টগ্রাম কিংস ও খুলনা টাইগার্সের মধ্যে জয়ীরা হবে ফাইনালের দ্বিতীয় দল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়