শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৩ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে চিটাগাং

বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে চিটাগং কিংস জিতেছে ২৪ রানে। আজ শনিবার শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৬ রান করে তারা। জবাবে ৭ উইকেটে ১৮২ রানে থামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

এই জয়ে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে চিটাগং।

১২ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ১৬ হলেও নেট রান রেটের ব্যবধানে রংপুরের (+০.৫৯৬) চেয়ে এগিয়ে আছে চিটাগং (+১.৩৯৫)। ফলে প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং।

সেখানে তাদের প্রতিপক্ষ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরিশালই। আগামী সোমবার একই ভেন্যুতে ফের মুখোমুখি হবে দুই দল।

জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রানের দেখা পাওয়া যায়নি সে অর্থে। স্টেডিয়ামে জড়ো হওয়া হাজার পনের দর্শকদের অবশ্য বিনোদিত করেছে চিটাগাং কিংস।

শুরু থেকেই চড়াও হয়ে খেলেছেন পারভেজ হোসেন ইমন। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেছেন এই ব্যাটার। অপরপাশ থেকে খাজা নাফি, গ্রাহাম ক্লার্করা তাকে দিয়েছেন সঙ্গ। 
আসরের শুরুর দিকে রানের দেখা না পাওয়া ইমন আজ খেলেছেন ৪১ বলে ৭৫ রানের কার্যকরী ইনিংস। ক্লার্ক ২৬ আর নাফি ২১ রান করে তাকে দিয়েছেন সঙ্গ।

তবে ইমনের আউটের পর হায়দার আলী এবং শামীম পাটোয়ারি খেলেছেন আরও বেশি দ্রুতগতির ইনিংস। ২৩ বলে হায়দার করেছেন ৪২ রান আর ইনফর্ম শামীমের ব্যাট থেকে ১২ বলে আসে ৩০ রানের ক্যামিও। ২০ ওভার শেষে চিটাগাং কিংসের সংগ্রহ ২০৬ রান।

রান তাড়ায় নেমে প্রথম ওভারের শেষ বলে ফেরেন তামিম ইকবাল। অন্য ওপেনার তাওহীদ হৃদয়ও পারেননি স্কোর বড় করতে। তবে ক্রিজে ছিলে দাভিদ মালান। অভিজ্ঞ এই ব্যাটার আজও নিজের জাত চেনালেন দারুণ এক ফিফটি করে। ৩৪ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি অনেকটাই কক্ষপথে ফেরায় বরিশালকে। 

তবে বিনুরা ফার্নান্দো আর আলিস আল ইসলামের নিয়ন্ত্রিত বোলিং বারবার চাপ ফেলেছে বরিশালকে। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি তারা। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভার শেষে বর্তমান চ্যাম্পিয়নরা থেমেছে ১৮২ রানে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়