শিরোনাম
◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ◈ মূল্যস্ফীতি কমছে: গভর্নর ◈ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম সরানো হচ্ছে!

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলের পাকিস্তান ও দুবাইয়ে। ভারতের পাকিস্তান আসতে অস্বীকৃতি জানানোয় অনেক দেনদরবারের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। পাকিস্তানে তিনটি স্টেডিয়াম অনুষ্ঠিত হবে ম্যাচ। স্টেডিয়ামগুলো হলো করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।

এর মধ্যে যদি ভারত কোয়ালিফাই না করে তাহলে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল। হঠাৎ করে আলোচনায় এই গাদ্দাফি স্টেডিয়াম। স্টেডিয়ামটির একটি ভিআইপি গ্যালারিতে বড় এক ব্যানারে লেখা রয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের নাম। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুঞ্জন উঠেছে যে, স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম সরানো হচ্ছে। বিষয়টি নিয়ে দেশটির ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা চলছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, ইমরান খানের নাম সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। পিসিবির এক কর্মকর্তা বলেছেন, কোনো নাম পরিবর্তন কিংবা সরানো হয়নি। ক্রিকেট পাকিস্তান ইমরান খান বর্তমানে পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান নেতা। নওয়াজ শরিফের নেতৃত্বে গঠিত কোয়ালিশন সরকার দায়িত্ব গ্রহণের পর তার বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ এনে মামলা করা হয়। সম্প্রতি পাকিস্তানের একটি আদালত ইমরান খানকে ১৪ বছরের কারাদ- দিয়েছে এবং একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদ- দেয়া হয়েছে।

ইমরান খানের দাবি, সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে এসব মামলা করেছে। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই স্টেডিয়াম থেকে তার নাম সরানোর গুঞ্জন বাড়তি গুরুত্ব পাচ্ছে এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়