শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে আল-হিলাল ক্লাবে কেমন ছিলো নেইমারের দেড় বছর

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আল-হিলালে নাম লিখিয়েছিলেন ২০২৩ সালের আগস্টে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিতে। কিন্তু সৌদি প্রো লিগের দলটির হয়ে সময়টা একদমই ভালো যায়নি ব্রাজিলিয়ান এই তারকার। একের পর এক চোটের কারণে ক্লাবটিতে বেশির ভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাকি থাকতেই পারস্পরিক সমঝোতায় আল-হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নেইমার। ফিরে যাচ্ছেন শৈশবের ক্লাব সান্তোসে।

গত সোমবার এক বিবৃতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানায় আল-হিলাল। মঙ্গলবার নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিশ্চিত করেন ক্লাবটির প্রেসিডেন্ট। - অলআউট স্পোর্টস

সৌদি ক্লাবটির হয়ে ১৮ মাসের ক্যারিয়ারে সব মিলিয়ে নেইমার ম্যাচ খেলেছেন মাত্র ৭টি। এ সময় দলটির হয়ে এই তারকা ফরোয়ার্ড গোল করেছেন মাত্র ১টি, সেটিও ক্লাবটিতে যোগ দেওয়ার দুই মাস পর এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ইরানের একটি দলের বিপক্ষে। এছাড়াও দলের হয়ে দুটি গোলে সহায়তা করেন তিনি। নেইমার যোগ দেওয়ার পর গত মৌসুমে সৌদি প্রো লিগসহ কিংস কাপ ও সৌদি সুপার কাপের শিরোপা ঘরে তোলে আল-হিলাল।

আল-হিলালে নেইমারের ক্যারিয়ার সংক্ষিপ্ত হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ ২০২৩ সালের অক্টোবরে পাওয়া চোট। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর গুরুত্বর চোটে পড়েন তিনি। সেই চোট থেকে সেরে উঠতে দরকার পড়ে অস্ত্রোপচারের। চোট সারিয়ে গত বছর অক্টোবরে আবারও মাঠে ফেরেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু ২ ম্যাচ পর আবারও চোটে পড়ায় নভেম্বর থেকে মাঠের বাইরে আছেন তিনি।

এর আগে ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। স্প্যানিশ ক্লাবটিতে চার বছর কাটিয়ে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন তিনি। এবার আল-হিলাল ছেড়ে আবারও শৈশবের ক্লাবেই ফিরছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা।

ইএসপিএনের খবর অনুযায়ী, সান্তোসে ফেরার জন্য আল-হিলাল থেকে প্রাপ্য পারিশ্রমিকের বড় একটি অংশ ছেড়ে দিয়েছেন নেইমার। বাকি থাকা ৬ কোটি ডলারের মধ্যে ২ কোটি ৫০ লাখ ডলার থেকে ৩ কোটি ডলার নেবেন না তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়