শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ দিনের বিরতিতে ছন্দ হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্স, দাবি কোচ আর্থারের

নিজস্ব প্রতিবেদক: চলমান বিপিএলে টানা ৮ ম্যাচ জয়ের পর হঠাৎ ছন্দ হারালো রংপুর রাইডার্স। তারা নবম ও দশম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরে গেছে। এর জন্য বিপিএলের মাঝে ৫ দিনের বিরতিকে দায়ী করছেন রংপুর দলের প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার।

তারা ১৩ জানুয়ারি মাঠে নেমেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে। এরপর রাজশাহীর বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি ছিল ১৭ জানুয়ারি। আর একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি তারা খেলে ২৩ জানুয়ারি। আর্থার মনে করেন ৫ দিনের বিরতির কারণেই তার দলের ভারসাম্য নষ্ট হয়েছে।

আর্থার বলেছেন, আমরা কিছুটা মোমেন্টাম হারিয়েছি। আমরা প্রথম ৫-৮ ম্যাচে খুব ভালো করেছি। এরপর আমাদের ৫ দিনের ব্রেক ছিল। এরপর আমরা মোমেন্টামটা পাইনি। আমদের কী করতে হবে সেটা বের করতে হবে। এটা আমাদের দ্রুতই খুঁজে বের করতে হবে। কারণ আগামী সপ্তাহে আমাদের বড় বড় ম্যাচ রয়েছে।

রংপুর রাইডার্স অবশ্য সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছে। বড় কোনো অঘটন না ঘটলে সবার উপরে থেকেই প্লে অফে খেলবে তারা। বিপিএলের এবারের আসরে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে উইকেট। প্রায় প্রতি ম্যাচেই বড় রান হচ্ছে। অনেক দল আবার সেই রান তাড়া করেই জিতেছে। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রংপুরের কোচ।

তিনি বলেন, উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে। এই উইকেট বেশি পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের। প্রপার ক্রিকেট শট খেলা নিয়ে কাজ করেছি আমরা। আমার মনে হয় আমরা যেসব শট খেলে শেষ ম্যাচে আউট হয়েছি সেগুলো অনেক সফট শট ছিল। ভালো হয়নি সেখানে। কথা বলেছি সেসব নিয়ে।

রংপুর শেষ দুই ম্যাচে হারলেও দলটির ক্রিকেটারদের ওপর বিশ্বাস আছে আর্থারের। প্রত্যাশা নিয়ে আর্থার বলেছেন, আমি প্রতিটি প্লেয়ারের মধ্যে ১০০% বিশ্বাস করি। কারণ আমি তাদের পারফর্ম করতে দেখেছি। গায়ানাতে কঠিন কন্ডিশনে তাদের পারফর্ম করতে দেখেছি। আমি জানি তাদের সামর্থ্য কী। কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক। বুধবার ভালো একটি পারফরম্যান্স চাই। আশা করছি সবাই সেটা করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়