শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের নকআউটে বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মোটেও প্রতিরোধ গড়তে পারলো না। বসুন্ধরা কিংসের একপেশের আক্রমণ সামলাতেই তারা ব্যস্ত ছিলো। তার পরেও ব্যবধান কমাতে পারেনি। ফেডারেশন কাপে তাদের  ৫-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে উঠেছে বসুন্ধরা কিংস। একই গ্রুপ থেকে প্লে-অফ নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়নও।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পরে ওয়ান্ডারার্স। ১৭তম মিনিটে মজিবুর রহমান জনির সঙ্গে বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে বক্সের মধ্যে তালগোল পাকান ওয়ান্ডারার্সের ডিফেন্ডার। জনি দ্রুত ছোট পাস বাড়িয়ে দেন মিগেল ফিগেইরো দামাসেনাকে, নিখুঁত কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন তিনি।

৪০তম মিনিটে সোহেল রানার গোলে ব্যবধান দ্বিগুণ করে কিংস। বক্সের ঠিক উপর থেকে বাঁ পায়ের নিচু জোরালো শট নেন সোহেল রানা, ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সাইফুল ইসলামের গ্লাভস এড়িয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয় বল। দুই গোলের লিড নিয়ে বিরতীতে যায় কিংস। বিরতির পর আর নিজেদের খুঁজে পায়নি ওয়ান্ডারার্স।  

৫৫তম মিনিটে ওয়ান্ডারার্সের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ৭০ থেকে ৭ মিনিটের মধ্যে আরো দুই গোল করে কিংস। গোল দুটি করেন মোহাম্মদ সোহেল রানা ও অধিনায়ক তপু বর্মণ। এই জয়ে গ্রুপ সেরা হয়ে প্লে-অফে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস।  

অন্যদিকে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশ পুলিশ এফসির সামনে। তাদের দিকে তাকিয়ে ছিল ফর্টিস এফসিও। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পুলিশ জিতলেই সুযোগ থাকতো তিন ম্যাচ পরেও ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফর্টিসে। কিন্তু মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিনের সহজ সমীকরণটাই মিলিয়ে নিয়েছে ব্রাদার্স। পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করে গোপীবাগের দলটি পৌঁছে গেছে ফেডারেশন কাপের প্লে অফ রাউন্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়