শিরোনাম
◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের

বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজটা জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে দলের শুরুটা ভালো হলো না। সেন্ট কিটসে আজ সিরিজের শুরুর ম্যাচে দলটা হেরেছে ৯ উইকেটে। 

এই হারের ফলে সিরিজ জয় আর বিশ্বকাপের টিকিট দুটোই কঠিন হয়ে পড়ল নিগারদের। ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি জায়গা নিতে হলে পরের দুটো ম্যাচেই জিততে হবে দলকে। নাহয় খেলতে হবে বাছাইপর্বে, যেখান থেকে পরের রাউন্ডে যাবে দুটো দল। 

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুটা করেছিল বেশ ভালো। টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট খুইয়ে ১১৫ রান তুলে ফেলেছিল সফরকারীরা। ওপেনার মুরশিদা খাতুন (৪০) ও তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (৪২) দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে এরপরই শুরু ধসের।

পঞ্চম উইকেটে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার একটা ৫৪ রানের জুটি গড়ে দলকে আশা দেখিয়েছিলেন কিছুটা। তবে তাদের ইনিংস বড় হয়নি শেষমেশ। যার ফলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০০ রানের একটু আগে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের জুটিতে উঠে আসে ১৬৩ রান। বোলিংয়ে ২ উইকেট নেওয়া উইন্ডিজ অধিনায়ক হিলি ৯৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। তাতে ভর করেই ১০৯ বল হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। 

সংক্ষিপ্ত স্কোর–

বাংলাদেশ– ৫০ ওভারে ১৯৮/৯ (শারমিন ৪২, মুরশিদা ৪০, ডটিন ৩/৪০)।

ওয়েস্ট ইন্ডিজ– ৩১.৪ ওভারে ২০২/১ (ম্যাথুস ১০৪*, জোসেপ ৭০; রাবেয়া ১/৩৮)।

ফল– ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়