শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি গোল পেলেও জয় পায়নি মায়ামি

ইন্টার মায়ামির জার্সিতে নতুন বছরে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। যদিও জয় পায়নি তার দল। প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

আজ রবিবার যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট মেসি গোল পেলেও হারের পথেই ছিল ইন্টার মায়ামি। একদম শেষ মুহূর্তে গোল করে মায়ামির হার ঠেকান টমাস আভিলেস।

ফেব্রুয়ারিতে শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি। ক্লাব আমেরিকার বিপক্ষে এই প্রীতি ম্যাচ দিয়েই নতুন বছরকে স্বাগত জানাল লিওনেল মেসির দল।

তবে এদিন মাঠে আধিপত্য ছিল ক্লাব আমেরিকারই। ৬৫ শতাংশ সময় বল তাদের দখলেই ছিল। গোলেও শট নিয়েছে বেশি। ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে মায়ামি ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে।

ক্লাব আমেরিকা ৩১ মিনিটে এগিয়ে যায় । হেনরি মার্টিন গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩ মিনিট পরেই মায়ামিকে সমতায় ফেরান অধিনায়ক মেসি। লুইস সুয়ারেজের পাস থেকে বছরের প্রথম গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে ফের এগিয়ে যায় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেইয়েস গোলটি করেন। ৬৫ ও ৬৬ মিনিটে সুয়ারেজ ও মেসিকে মাঠ থেকে তুলে নেনইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।

শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোলের দেখা পায় মায়ামি। ২০ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাক টমাস আভিলেস গোল করে সমতায় ফেরান দলকে।

ইন্টার মায়ামি পরবর্তী প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী ৩০ জানুয়ারি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনিভার্সিতারিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়