শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি গোল পেলেও জয় পায়নি মায়ামি

ইন্টার মায়ামির জার্সিতে নতুন বছরে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। যদিও জয় পায়নি তার দল। প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

আজ রবিবার যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট মেসি গোল পেলেও হারের পথেই ছিল ইন্টার মায়ামি। একদম শেষ মুহূর্তে গোল করে মায়ামির হার ঠেকান টমাস আভিলেস।

ফেব্রুয়ারিতে শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি। ক্লাব আমেরিকার বিপক্ষে এই প্রীতি ম্যাচ দিয়েই নতুন বছরকে স্বাগত জানাল লিওনেল মেসির দল।

তবে এদিন মাঠে আধিপত্য ছিল ক্লাব আমেরিকারই। ৬৫ শতাংশ সময় বল তাদের দখলেই ছিল। গোলেও শট নিয়েছে বেশি। ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে মায়ামি ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে।

ক্লাব আমেরিকা ৩১ মিনিটে এগিয়ে যায় । হেনরি মার্টিন গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩ মিনিট পরেই মায়ামিকে সমতায় ফেরান অধিনায়ক মেসি। লুইস সুয়ারেজের পাস থেকে বছরের প্রথম গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে ফের এগিয়ে যায় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেইয়েস গোলটি করেন। ৬৫ ও ৬৬ মিনিটে সুয়ারেজ ও মেসিকে মাঠ থেকে তুলে নেনইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।

শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোলের দেখা পায় মায়ামি। ২০ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাক টমাস আভিলেস গোল করে সমতায় ফেরান দলকে।

ইন্টার মায়ামি পরবর্তী প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী ৩০ জানুয়ারি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনিভার্সিতারিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়