শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষ ও নারী ফুটবল কোচ কাবরেরা-বাটলারের মেয়াদ বাড়লো

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভায় জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার এবং পুরুষ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাফুফে সভাপতি ইংল্যান্ডে থাকায় সভায় যুক্ত হয়েছিলেন অনলাইনে। 

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পিটার বাটলারের সঙ্গে দু’বছরের জন্য নতুন চুক্তি নবায়ন করা হবে, আর হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি করা হবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। ফেডারেশন সূত্রে জানা গেছে, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালই এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন এবং অন্যান্য সদস্যরা তা সমর্থন করেন। চুক্তির আনুষ্ঠানিকতা খুব শিগগিরই সম্পন্ন হবে। 

এছাড়া, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এবং ফিফার আর্থিক জটিলতা শিগগিরই মিটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে জরুরি কমিটির সভায় কোচ নিয়োগের বিষয়টি নিয়ে নির্বাহী কমিটির বেশ কিছু সদস্য নাখোশ হয়েছেন, কারণ তারা মনে করেন, এ বিষয়ে আলোচনা নির্বাহী কমিটির সভায় হওয়া উচিত ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়