শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে টটেনহ্যামকে ২-১ গোলে হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলই দুর্দান্ত খেলেছে।  হাইভোল্টেজ এই ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে তারা।  বুধবার (১৫ জানুয়ারি) আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই এই তিনটি গোল হয়। শুরুতে আধিপত্য দেখায় টটেনহ্যাম। ম্যাচের ২৫ মিনিটে গোল পায় স্পার্সরা। দলকে লিড এনে দেন অধিনায়ক সন হিয়ুন মিন।

তবে প্রথমার্ধেই সমতায় ফেরে আর্সেনাল। ৪০ মিনিটে র্কনার থেকে সৃষ্ট আক্রমণে গানার ডিফেন্ডার গ্যাব্রিয়ালের হেড টটেনহ্যাম স্ট্রাইকার সোলাঙ্কির গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ৪৪ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় মিকেল আর্তেতার দল। এবার লেফট উইঙ্গার ট্রোসার্ডের দারুণ ফিনিশিংয়ে ২-১ এর জয় নিশ্চিত হয় দলটির।

এদিকে, দিনের অন্য ম্যাচগুলোতে উলভসকে ৩-০ গোলে নিউক্যাসল, এভারটনকে ১-০ গোলে অ্যাস্টন ভিলা ও লিস্টার সিটিকে ২-০ গোলে ক্রিস্টাল প্যালেস হারিয়েছে। নর্থ লন্ডন ডার্বি’ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। ২১ ম্যাচে ১২ জয়, ৭ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ৪৩। পয়েন্ট টেবিলের শীর্ষে যথারীতি লিভারপুল, এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৪৭। তিনে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ম্যান সিটি রয়েছে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়