শিরোনাম
◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলে লিটন দাস খেলবেন করাচি কিংসে, রিশাদ লাহোর কালান্দার্সে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাহিদ রানার পর দল পেলেন লিটন দাস। খেলবেন ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনেদের করাচি কিংসে। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ার পর বিপিএলে হাঁকালেন ঝড়ো সেঞ্চুরি। একদিন পর পেয়ে গেলেন পিএসএল ড্রাফটে দলও। ২৪ ঘন্টার ব্যবধানে লিটন যেনো মুদ্রার এপিঠ ওপিঠ সবই দেখলেন।

লিটনের পর দল পেয়েছেন রিশাদ হোসেনও। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আইপিএলে দল না পাওয়ার ছিলো আক্ষেপ, বিগ ব্যাশে দল পেয়েও খেলতে পারেননি। পিএসএল দিয়ে এই তরুণ স্পিনার পেতে পারেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন স্বাদ।

পিএসএল ড্রাফটে নাম দিয়েছিলো বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। যেখানে ছিলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানও। দুজনে ছিলেন সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে। কিন্তু তাদের নিয়ে আগ্রহ দেখায়নি কেউই।
বাংলাদেশিদের মধ্যে প্রথমে দল পান নাহিদ রানা। বাবর আজমে দল পেশোয়ার জালমিতে খেলবেন বাংলাদেশের গতি তারকা। তিনি ছিলেন ৫০ হাজার ডলারের গোল্ড ক্যাটাগরিতে।

এরপর বিক্রি হলেন কিপার ব্যাটার লিটন দাস। গতকাল বিপিএলে দুর্বার রাজশাহীর বোলারদের কচুকাটা করে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৫৫ বলে ১২৫ রানের ইনিংসটিই তাকে হয়তো পাইয়ে দিলো পিএসএল দল।
রিশাদের প্রতি দলগুলো আগ্রহ দেখাতে পারে আগে থেকেই জানা। আইপিএল মিস করলেও বিগ ব্যাশে তাকে দলে টেনেছিলো হোবার্ট হারিকেনস। কিন্তু বিপিএলের কারণে মিস করেছেন বিগ ব্যাশও। এবার দল পেলেন পিএসএলে। 
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত খেলতে পারেন কিনা এই লেগ স্পিনার। যে টুর্নামেন্টে একাধিক জাতীয় দলের সতীর্থকে পাচ্ছেন সঙ্গী হিসেবে। নাহিদ রানা, লিটন দাস তো ইতোমধ্যে নিশ্চিতই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়