শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ফুটবলে রহমতগঞ্জকে হারালো ঢাকা মোহামেডান 

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটি এবার রহমতগঞ্জের বিপক্ষে দারুণ জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার (১০ জানুয়ারি) রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে। এটি তাদের টানা সপ্তম জয়। লিগে এখনও হারের মুখ না দেখা দলটির সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রহমতগঞ্জ।

মোহামেডান ফেডারেশন কাপ থেকে বিদায় নেয় মূলত রহমতগঞ্জের কাছে হারের পর। সেই হারের প্রতিশোধই নিলো মতিঝিলের দলটি। যদিও ম্যাচের শুরুতে মোহামেডান তেমন আক্রমণ করতে পারছিল না। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে রাজু আহমেদ জিসানের গোলে এগিয়ে যায় তারা। মেহেদী হাসান মিঠুর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালের ঠিকানায় পাঠান জিসান।

বিরতির আগে অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। বক্সে স্যামুয়েল বোয়েটাং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু নাবীব নেওয়াজ জীবনের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান গোলকিপার মোহাম্মদ সুজন।  
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় মোহামেডান। ৬৪তম মিনিতে আরিফের ক্রসে বল পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। চার মিনিট পর আরও এগিয়ে যায় মোহামেডান। মোজাফফরভের পাস ধরে বক্সে ঢুকে বল জালে পাঠান এমানুয়েল সানডে। তবে ৮৬তম মিনিটে বোয়েটাংয়ের গোলে হারের ব্যবধান কমায় রহমতগঞ্জ।  
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ব্রাদার্স। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়