শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ফুটবলে রহমতগঞ্জকে হারালো ঢাকা মোহামেডান 

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটি এবার রহমতগঞ্জের বিপক্ষে দারুণ জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার (১০ জানুয়ারি) রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে। এটি তাদের টানা সপ্তম জয়। লিগে এখনও হারের মুখ না দেখা দলটির সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রহমতগঞ্জ।

মোহামেডান ফেডারেশন কাপ থেকে বিদায় নেয় মূলত রহমতগঞ্জের কাছে হারের পর। সেই হারের প্রতিশোধই নিলো মতিঝিলের দলটি। যদিও ম্যাচের শুরুতে মোহামেডান তেমন আক্রমণ করতে পারছিল না। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে রাজু আহমেদ জিসানের গোলে এগিয়ে যায় তারা। মেহেদী হাসান মিঠুর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালের ঠিকানায় পাঠান জিসান।

বিরতির আগে অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। বক্সে স্যামুয়েল বোয়েটাং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু নাবীব নেওয়াজ জীবনের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান গোলকিপার মোহাম্মদ সুজন।  
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় মোহামেডান। ৬৪তম মিনিতে আরিফের ক্রসে বল পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। চার মিনিট পর আরও এগিয়ে যায় মোহামেডান। মোজাফফরভের পাস ধরে বক্সে ঢুকে বল জালে পাঠান এমানুয়েল সানডে। তবে ৮৬তম মিনিটে বোয়েটাংয়ের গোলে হারের ব্যবধান কমায় রহমতগঞ্জ।  
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ব্রাদার্স। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়