শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ মাঠে ঢুকে ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি সমর্থকের

খেলা চলাকালে একটা ছবি তুলতে বা প্রিয় খেলোয়াড়কে একবার কাছ থেকে দেখতে, জড়িয়ে ধরতে প্রায়শই সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে তারা মাঠে ঢুকে নিজেদের স্বপ্নপূরণ করেন।

তবে এবার ভারতের মহারাষ্ট্রে যা ঘটেছে, এমন কিছু নিশ্চয়ই আপনি কখনো দেখেননি। ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে সাত ওভারের এক ম্যাচ চলাকালে মাঠে ঢুকে এক ক্রিকেটারের ওপর রীতিমত টাকার বৃষ্টি ঝরিয়েছেন এক দর্শক।

স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তা নিয়ে তেমন কড়াকড়ি ছিল না। সেই সুযোগেই এমন কাণ্ড ঘটান সেই দর্শক।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ম্যাচে পবন ও ফারদিন নামের দুই ক্রিকেটার ব্যাট করছিলেন। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও এই দুজনের ব্যাটে চড়ে ৬ ওভারে ৮৪ রান তোলে তাদের দল।

এর মধ্যে পবন করেন মাত্র ৯ বলে ৩৫। তার মারকাটারি ব্যাটিং বেশ আনন্দ জোগায় সমর্থকদের।

এসময়ই এক অত্যুৎসাহী দর্শক মাঠে ঢুকে সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে এক গোছা ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন।  তারপর পবনকে জড়িয়ে ধরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

এই ঘটনায় মাঠে থাকা ক্রিকেটার এবং আম্পায়াররা হতবাক বনে যান। সে মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের কাছেও সমাদৃত হয় ওই ‘পাগলা ফ্যান’-এর কাণ্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়