শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি সভাপতি এমন কী মন্তব্য করলেন, যা নিয়ে পরিচালক ফাহিমের উত্তেজনা 

বিসিবি সভাপতি এমন কী মন্তব্য করলেন, যা নিয়ে পরিচালক ফাহিমের উত্তেজনা 

স্পোর্টস ডেস্ক :  রোববার (৫ জানুয়ারি) দুপুর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছিলো ক্রিকেটাঙ্গণে। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারছিলেন না কেউ। অবশেষে নাজমুল আবেদীন নিজেই জানালেন তার সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহারের কথা।

ফাহিম বলেন, বোর্ড প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে যেটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি আশা করিনি এমন একটা কমেন্ট এবং সেটা অনেকগুলা মানুষের সামনেই। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিলেন, অন্যান্য বোর্ড ডিরেক্টররা ছিলেন।

শুধু তাই নয়, ফারুক আহমেদ পরিচালকদের কতোটা কাজ করতে দিতে চান সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন ফাহিম। বিসিবির এ পরিচালক স্বাধীনভাবে কাজ করতে না পারলে পদত্যাগ করারও ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে বোর্ড প্রেসিডেন্ট হয়তো বোর্ড ডিরেক্টরদের যেই জায়গাটা দেয়ার কথা, সেই জায়গাটা কতোটা দিতে চান। আমি যদি বোর্ডে থাকি আমাকে কাজ করতে হবে, যদি কাজ করতে না পারি তাহলে বাইরে থাকাই ভালো। বোর্ডে থাকাটা খুব জরুরি না। স্বাধীনতা নিয়ে কাজ করাটা খুব জরুরি।

ফাহিমের কথায় পরিস্কার স্বাধীনতা না পেলে বিসিবির পদে থাকতে চান না তিনি। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ফারুক। দেখা যাক, ফাহিমের বিস্ফোরক মন্তব্যের কি জবাব দেন বিসিবি সভাপতি। তথ্য সূত্র, ডেইলি ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়