শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোট নিয়ে মাঠ ছাড়া মুশফিকুর রহিম রাজশাহীর বিপক্ষে খেলবেন 

নিজস্ব প্রতিবেদক : ইনিংসের দ্বিতীয় ওভারে ইকবাল হোসেন ইমনের লেগ স্টাম্পের বাইরের বলটা ঠিকঠাক হাতে আসেনি মুশফিকুর রহিমের। তরুণ এই পেসারের সেই বলটি ধরতে গিয়ে বাঁ আঙুলে চোট পান ফরচুন বরিশালের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। ফিজিও মাঠে এসে আঙুলের প্রাথমিক শুশ্রূষা করলেও কিপিং করা হয়নি মুশফিকের।

তৎক্ষণাৎ মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান তিনি। ম্যাচের বাকি অংশে বরিশালের উইকেটের পেছনটা সামলেছেন তরুণ প্রীতম কুমার। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আঙুলের চোটে পড়েছেন মুশফিক। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় একই ধরনের চোটে পড়েছিলেন তিনি।

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীর ডগায় ব্যথা পেয়েছিলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। যে কারণে সেই ম্যাচে সাতে নেমেছিলেন তিনি। চোট গুরুতর হওয়ায় আফগানদের সঙ্গে শেষ দুই ম্যাচ খেলা হয়নি মুশফিকের। 

এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি তিনি। সবশেষ জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি দিয়ে আবারও মাঠে ফেরেন। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে অবশ্য মাঠের বাইরে থাকতে হচ্ছে না তাকে।

ম্যাচ শেষে দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেছেন, ঠিক আছেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা তো জানেন ওর আঙুলে ইনজুরি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে।’

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুশফিক। দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৫ রান করা এই ব্যাটার রংপুরের বিপক্ষে আউট হয়েছেন ১৩ রানে। তৃতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাঁর। ৬ জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল। সেই ম্যাচে তাকে পাওয়া নিয়ে মিজানুর বলেন, হ্যাঁ, খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়