শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গিলসহ চার ভারতীয় ক্রিকেটার আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেলেন

স্পোর্টস ডেস্ক : ভারতের তারকা ক্রিকেটার ও গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিল আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেলেন। গিল ছাড়াও তার তিন সতীর্থ সাই সুদর্শন, মোহিত শর্মা এবং রাহুল তেওয়াতিয়ার নামও জড়িয়েছে সেই সঙ্গে। বুধবার (১ জানুয়ারি) আহমেদাবাদ মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুভমান গিল জাতীয় দলের হয়ে নিয়মিত ২২ গজ মাতাচ্ছেন। মোহিত শর্মা ভারতের জার্সিতে ৩৪টি ও সাই সুদর্শন ৪টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তবে রাহুল তেওয়াতিয়ার জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার সুযোগ হয়ে উঠেনি। 

বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেস নামের একটি আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের টাকা সংগ্রহ করেছিল। পরে জানা যায়, এটি একটি পনজি স্কিম চালাচ্ছিল। গিল বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেসে ১ কোটি ৯৫ লাখ রুপি বিনিয়োগ করেছিলেন। সুদর্শন, মোহিত এবং তেওয়াতিয়ার বিনিয়োগের পরিমাণ ছিল ১০ লাখ থেকে ১ কোটি রুপির মধ্যে।

প্রতিষ্ঠানটি ব্যাংকের তুলনায় বেশি সুদ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জনগণকে আকৃষ্ট করেছিল। তবে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ করেন।

পরে গুজরাট সিআইডি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং বিজেড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের সিইও ভূপেন্দ্রসিং জালাকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ভূপেন্দ্রসিং জালা ৬০০ কোটি রুপি জালিয়াতি করেছেন। পরে জালিয়াতির অঙ্কটা কমিয়ে বলা হয় ৪৫০ কোটি রুপি। ভূপেন্দ্রসিং সিআইডিকে জানান, গুজরাট টাইটানসের চার ক্রিকেটারও প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিলেন এবং তাদের অর্থ এখনো ফেরত দেয়া হয়নি।
সিআইডি জানিয়েছে, শুভমান গিল বর্তমানে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। অন্যদিকে, সাই সুদর্শন, মোহিত শর্মা ও রাহুল তেওয়াতিয়া ভারতেই রয়েছেন। তাদের গুজরাটে এসে তদন্তে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সিআইডির এক কর্মকর্তা বলেন, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা হিসাবরক্ষকদের একটি দল প্রস্তুত করেছি, যারা ভূপেন্দ্রসিং জালার হিসাবের বই ও লেনদেনের বিস্তারিত পরীক্ষা করবে। সিআইডি আশা করছে, ক্রিকেটাররা তাদের বিনিয়োগের বিষয়ে স্বচ্ছ তথ্য সরবরাহ করবেন এবং তদন্তে সহায়তা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়